ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কলকাতায় ‘খুল্লাম খুল্লা’ ঋষি কাপুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
কলকাতায় ‘খুল্লাম খুল্লা’ ঋষি কাপুর ঋষি কাপুর-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলতি মাসেই প্রকাশিত হয়েছে বলিউডে আশি ও নব্বই দশকের সাড়াজাগানো নায়ক ঋষি কাপুরের আত্মজীবনী ‘খুল্লাম খুল্লা’। এই গ্রন্থের প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় উপস্থিত শক্তিমান এই অভিনেতা। শনিবার (২৮ জানুয়ারি) পুস্তক বিপণীর অনুষ্ঠান ছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলা কলকাতা সাহিত্য উৎসবে অংশ নিয়েছেন তিনি।

কলকাতায় নিজের আত্মজীবনী প্রসঙ্গে কথা বলার পাশাপাশি এক অদ্ভুত দাবি করলেন ঋষি কাপুর! সাহিত্য উৎসবে অংশ নিয়ে কলকাতার সন্ধ্যা গড়িয়ে রাতের আকাশ দেখে এই বলিষ্ঠ অভিনেতা দাবি করেন— ভারতে দুটি ‘টাইম জোন’ থাকা দরকার।

কারণ হিসেবে ভিক্টোরিয়ার মাথার ওপর টিমটিম করতে থাকা তারাদের দেখিয়ে ঋষি কাপুর জানান, আরব সাগরের পাশের মুম্বাইয়ে এখনও সূর্যের আলো দেখা যাচ্ছে! ঋষি কাপুরের মতে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুও নাকি এমনটাই ভেবেছিলেন।

ঋষি কাপুর-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমকলকাতা ও মুম্বাইয়ের মধ্যে শহুরে তুলনা টেনে ঋষি কাপুরের মন্তব্য— কলকাতা ক্রমশ পরিস্কার-পরিচ্ছন্ন হয়ে উঠেছে। রোববার (২৯ জানুয়ারি) তিনি টুইটারে কলকাতা ভ্রমণ প্রসঙ্গে লিখেছেন, ‘খুব ভালো। ’

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
ভি.এস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।