রাহুল ধোলাকিয়া পরিচালিত ছবিটির গল্প আশির দশকের প্রেক্ষাপটে গুজরাটে মদ বাণিজ্যকে ঘিরে। তখন বেআইনিভাবে মদ আমদানি-রপ্তানি করতেন অসাধু ব্যবসায়ী রইস আলম।
মজার ব্যাপার হলো, ব্যবসায়িক সাফল্যের জন্য আয়োজিত পার্টিতে অতিথিদের কাউকে কোনো ধরনের অ্যালকোহল দেওয়া হবে না। কারণ ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে ভারতীয় অ্যালকোহল আইনে ড্রাই ডে। এই দিনে জনসাধারণের জন্য অ্যালকোহল ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়।
রাহুল ধোলাকিয়া পরিচালিত ‘রইস’-এ শাহরুখের বিপরীতে বলিউডে অভিষেক হয়েছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। এ ছাড়াও আছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। ছবিটি এখন পর্যন্ত শুধু ভারতেই হিন্দি সংস্করণ থেকে আয় করেছে ৭৬ কোটি ৮৩ লাখ রুপি। ভারত ও বহির্বিশ্ব মিলিয়ে এর ব্যবসা হয়েছে ১২১ কোটি ২৩ লাখ রুপি।
আরও পড়ুন>>>
* ১০০ কোটি রুপির ঘরে ‘রইস’, হাফ সেঞ্চুরি করলো ‘কাবিল’
* ‘রইস’ বনাম ‘কাবিল’: শাহরুখের ছবি হৃতিকের ওপরে
* হৃতিকের ছবির চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে শাহরুখের ‘রইস’
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
জেএইচ