ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

উঠে গেলো নিষেধাজ্ঞা, পাকিস্তানে ‘কাবিল’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
উঠে গেলো নিষেধাজ্ঞা, পাকিস্তানে ‘কাবিল’ ‘কাবিল’ ছবির ‍দৃশ্যে ইয়ামি গৌতম ও হৃতিক রোশন

নিষেধাজ্ঞা উঠে গেলো। পাকিস্তানে মুক্তি পেলো বলিউড ছবি ‘কাবিল’। ওইদেশে ছবিটির মুক্তির খবরে উচ্ছ্বসিত অভিনেতা হৃতিক রোশন ও প্রযোজক রাকেশ রোশন।

উরি হামলার পর পাকিস্তানী শিল্পী ও কলাকুশলীদের ভারতে কাজ করা নিয়ে অনেকেই প্রকাশ্যে বিরোধিতা করেন। এ কারণে পাকিস্তানেও বন্ধ হয়ে যায় ভারতীয় ছবির প্রদর্শন।

বিরতির পর হৃতিক রোশন ও ইয়ামি গৌতম জুটির সদ্য মুক্তিপ্রাপ্ত  ‘কাবিল’ দিয়ে ফের পাক-দর্শকের কাছে পৌঁছুলো বলিউড।  

১ ফেব্রুয়ারি রাতে পাকিস্তানের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। প্রযোজক রাকেশ রোশন নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন। নিজের টুইটারে তিনি লেখেন, “হ্যাঁ, এটা সত্যি। কাবিল আজ রাতে পাকিস্তানে মুক্তি পাচ্ছে। আগামীকাল সকাল ১১ টা থেকে সেটি দেখানো শুরু হবে। ”

হৃতিকও বাবার মতো পাকিস্তানে ‘কাবিল’-এর মুক্তি নিয়ে উচ্ছ্বসিত। তিনি লেখেন, “করাচিতে কাবিল মুক্তি পেয়েছে। আশা করবো ভারতে যতটা প্রশংসা কুড়িয়েছে, পাকিস্তানেও সিনেমাটি ততোটাই প্রশংসা কুড়োবে। ”

 মুক্তির প্রথমদিনেই দর্শকের মন জয় করতে সক্ষম হয়েছে ‘কাবিল’। এদিকে শাহরুখ খান অভিনীত ‘রইস’ ছবিটিও পাকিস্তানে ‍মুক্তির প্রহর গুনছে। এতে বলিউড বাদশার সহশিল্পী পাকিস্তানী অভিনেত্রী মাহিরা খান।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।