ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘সবাই একটা সিস্টেমের মধ্যে আসতে চাইছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
‘সবাই একটা সিস্টেমের মধ্যে আসতে চাইছি’ আনিসুর রহমান মিলন, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিল্পকলা একাডেমিতে ‘মিট দ্য ক্যান্ডিডেট’ অনুষ্ঠান শেষ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মগবাজারের মুক্তিযোদ্ধা গলিতে গিয়েছিলেন আনিসুর রহমান মিলন। উদ্দেশ্য একটাই, নির্বাচনী প্রচার। টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন মিলন।

১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট। মিলন জয়ের ব্যাপারে আশাবাদী।

নির্বাচন প্রসঙ্গে তিনি বাংলানিউজকে বলেন, ‘একটা পরিবর্তন সবাই চাইছেন। এ কারণেই সবাই স্বতঃস্ফূর্ভাবে কাজ করছেন। সিনিয়র শিল্পীরাও আমাদের পাশে দাঁড়িয়েছেন। সময়োপযোগী নেতৃত্বের প্রত্যাশা করছেন সবাই। মনে হচ্ছে, সবাই যেন একটা সিস্টেমের মধ্যে আসতে চাইছি। আমার মনে হয়, পরিবর্তনের জন্য সংগঠনের ভূমিকা লাগে। ’

মিলন জানান, নির্বাচনের কারণে শুটিং শিডিউল মেলাতে বেগ পেতে হচ্ছে। এনটিভিতে প্রচার শুরু হয়েছে তার ধারাবাহিক ‘জলরং’। বুধবারও (৮ ফেব্রুয়ারি) এর কাজ করছিলেন তিনি। একই চ্যানেলে প্রচার হবে মিলনের ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘নোনা জলে হঠাৎ দেখা’। এতে তার বিপরীতে আছেন অপর্ণা ঘোষ। এটি লিখেছেন আফরীন জেসিকা। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আমিরুল ইসলাম অরুণ। ১৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে এটি।  
   
চয়নিকা চৌধুরীর পরিচালনায় আরেকটি নাটকে অভিনয় করেছেন মিলন। ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হলেও মিলন নিশ্চিত নন এটি কোন চ্যানেলে প্রচার হবে। এতে তার নায়িকা তিতান চৌধুরী।  

 আনিসুর রহমান মিলন, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমচলচ্চিত্রের ব্যস্ততা নিয়ে মিলন জানান, অচিরেই ‘রাজনীতি’ ছবির গানের শুটিংয়ে অংশ নেবেন তিনি। এতে তার সহশিল্পী থাকবেন অপু বিশ্বাস। ‘স্বপ্নবাড়ি’ নামের ছবিটিরও গানের কাজ বাকি। তৈরি হয়ে  আছে মিলনের ছবি ‘ক্রাইমরোড’, ‘সাদাকালো প্রেম’ আর ‘রাত্রির যাত্রী’। ছবিগুলোর মুক্তির অপেক্ষা করছেন জনপ্রিয় এই অভিনেতা। এর মধ্যে নতুন ছবি হাতে নেননি মিলন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।