ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ক্যানসারের কারণে চরিত্র পেলেন মনীষা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
ক্যানসারের কারণে চরিত্র পেলেন মনীষা! মনীষা কৈরালা (ছবি: সংগৃহীত)

সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি ছবিতে তার মা প্রয়াত অভিনেত্রী নার্গিসের চরিত্রে কে অভিনয় করবেন— এ নিয়ে কিছুদিন ধরেই চলছিলো জল্পনা-কল্পনা। সবকিছুর অবসান ঘটিয়ে মনীষা কৈরালার নাম ঘোষণা করলেন ছবির পরিচালক রাজকুমার হিরানী।

সম্প্রতি ভারতীয় একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে হিরানী বলেন, ‘সঞ্জয়ের সঙ্গে ছয়টি ছবিতে অভিনয় করেছেন বলিউডের এই অভিনেত্রী। এ কারণে তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক রয়েছে।

অন্যদিকে সঞ্জয়ের মা নার্গিসের চরিত্রের জন্য মনীষাকে বেছে নেওয়ার কারণ হলো, তারা দু’জনে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করেছেন। ১৯৮১ সালে এই রোগে মারা যান নার্গিস। আর একই অসুখের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছেন মনীষা। ’    

হিরানী আরও বলেন, ‘মনীষা যখন আমাকে তার মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াইয়ের ঘটনা বললেন, তখনই আমি ঠিক করি নার্গিসের চরিত্রে তিনিই অভিনয় করবেন। তাছাড়া ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী একজন ভালো মানুষও বটে। ’  

‘সঞ্জয় দত্ত’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সঞ্জয়ের বাবা বর্ষীয়ান অভিনেতা সুনীল দত্তের চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে। সঞ্জয়ের স্ত্রী মান্যতার চরিত্রে রয়েছেন দিয়া মির্জা এবং প্রেমিকা হিসেবে থাকছেন সোনম কাপুর। সবকিছু ঠিক থাকলে এ বছরের বড়দিনে মুক্তি পাবে ‘সঞ্জয় দত্ত’।        

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।