ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এক ঝলকে বিনোদন দুনিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
এক ঝলকে বিনোদন দুনিয়া এক ঝলকে বিনোদন দুনিয়া

শোবিজ দুনিয়ায় খবরের কমতি নেই। এক খবর এসে ম্লান করে দেয় অন্যটিকে। পাঠকও প্রতিনিয়ত জানতে চান মজার মজার নতুন তথ্য। বাংলানিউজের পাঠকদের জন্য এই আয়োজন— 

বিজ্ঞাপনের দৃশ্যে আলিয়া ভাট ও রণবীর সিং
**
বিজ্ঞাপনের পর এবার রূপালি পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী আলিয়া ভাট। জোয়া আখতার পরিচালিত ‘গালি বয়’-এ একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।



‘রইস’ ছবির দৃশ্যে মাহিরা খান ও শাহরুখ খান** বিশ্বব্যাপি ৩০০ কোটির ঘরে পৌঁছে গেলো শাহরুখ খান ও মাহিরা খানের ‘রইস’। শুধু ভারতে দেড়শ’ কোটি রুপি আয় করেছে ছবিটি।

** শেষ হলো কবির খান পরিচালিত ও সালমান খান অভিনীত ‘টিউবলাইট’ ছবির দৃশ্যধারণের কাজ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে সালমানের সঙ্গে একটি স্থিরচিত্র শেয়ার করে এমনটাই জানিয়েছেন কবির। এর আগে বলিউডের এই নির্মাতার পরিচালানয় ‘এক থা টাইগার’ ও ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে কাজ করেছিলেন সল্লু।

** নিজের জীবনী নিয়ে তৈরি ছবি ‘সঞ্জয় দত্ত’তে বাবা সুনিল দত্তের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন সঞ্জয় দত্ত। তবে পরিচালক রাজকুমার হিরানী এই চরিত্রটির জন্য আগেই ঠিক করে রেখেছিলেন পরেশ রাওয়ালকে।

প্রি ওয়েডিং পার্টিতে পরিবারের সঙ্গে নীল নীতিন মুকেশ** ৯ ফেব্রুয়ারি বিয়েবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলিউড অভিনেতা নীল নীতিন মুকেশ। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) উদয়পুরে একটি প্রি ওয়েডিং পার্টির আয়োজন করেছিলেন ‘প্রেম রতন ধন পায়ো’খ্যাত এই তারকা। ১৭ ফেব্রুয়ারি তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে।

** কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনাবৃত শরীরের একটি ছবি শেয়ার করেছিলেন ইলিয়েনা ডি’ক্রুজ। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লজ্জাহীন এবং আমি এটি পরিবর্তনে অস্বীকৃতি জানাচ্ছি। ’ এবার প্রেমিক অ্যান্ড্রু নিবোনের সঙ্গে খুঁনসুটিতে মেতে থাকা একটি স্থিরচিত্র শেয়ার করলেন ‘বরফি’খ্যাত এই তারকা।

ঋষি কাপুর** আজীবন সম্মাননা দেওয়া হলো বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরকে। ভারতীয় চলচ্চিত্রে অনবদ্য ভূমিকা রাখায় ‘রোটারি ক্লাব অব মুম্বাই’ তাকে এই সম্মাননা প্রদান করেছে।

‘ফিল্লরি’ ও ‘কর্পস ব্রাইড’ ছবির পোস্টার** ৬ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত হয়েছে আনুশকা শর্মা প্রযোজিত ‘ফিল্লরি’ ছবির ট্রেলার। যেখানে একজন ভূতবউ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, হলিউডের ‘কর্পস ব্রাইড’ নামক অ্যানিমেটেড ছবির নকল এটি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।