ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘দাগ’ বিতর্কে নির্মাতা জসীম আহমেদের জবাব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
‘দাগ’ বিতর্কে নির্মাতা জসীম আহমেদের জবাব ‘দাগ’ ছবির নির্মাতা জসীম আহমেদ (ছবি: সংগৃহীত)

ঢাকা: ‘দাগ’ নামের একটি ছবি কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে— এমন খবরে তোলপাড় শুরু হয়েছে। খবরটি ঘিরে সিনেপ্রেমীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে বিতর্ক।

‘দাগ’ ছবির পরিচালক জসীম আহমেদ এ নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি জানান, শর্টফিল্মের জন্য নির্দিষ্ট প্লাটফর্ম হচ্ছে কান-এর ‘শর্টফিল্ম কর্ণার’।

এখানে ছবি জমা দিলে কর্তৃপক্ষ তা দেখে ও যাচাই করে গ্রহণ করে থাকে। কান উৎসবের শর্টফিল্ম কর্ণারের ভিডিও লাইব্রেরিতে পুরো উৎসবকালীন সময়ের জন্য ‘দাগ’ গৃহীত হয়েছে। কান কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি ইমেইল বার্তাও পাঠিয়েছে তাকে। শর্টফিল্ম ক্যাটাগরির অফিসিয়াল সিলেকশন বা প্রতিযোগিতার জন্যও ‘দাগ’কে প্রক্রিয়াধীন রাখা হয়েছে বলে তাকে আলাদা মেইল দেওয়া হয়েছে জসীদ আহমেদকে।

‘দাগ’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের জবাব দিয়েছেন জসীম আহমেদ। তিনি বলেন, ‘যে কেউ বা গলির মোড়ের পানের দোকানদারও কান চলচ্চিত্র উৎসবের এই কর্ণারে ছবি দেখাতে পারে বলে যে তাচ্ছিল্যমূলক কথাবার্তা সোস্যাল মিডিয়ার মাধ্যমে বলা হয়েছে, তা ঠিক নয়। এখানে ছবি জমা দেওয়ার নানা প্রাক-যোগ্যতা ও মাপকাঠি রয়েছে। শর্টফিল্ম কর্ণারে জায়গা করে নেওয়ার জন্য কর্তৃপক্ষের মান যাচাই প্রক্রিয়া রয়েছে। ’

জসীম তাকে পাঠানো কান কর্তৃপক্ষের যে ই মেইল দেখান, দেখা যায় তার ছবিটি দেখার পরই কর্ণারের জন্য গ্রহণ করা হয়েছে। তবে একই সঙ্গে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, এর মানে এই নয় যে ছবিটি শর্টফিল্ম কম্পিটিশনে সিলেকশন করা হয়েছে। শর্টফিল্ম কর্ণার এবং শর্টফিল্ম কম্পিটিশন দুটো আলাদা প্রোগ্রাম বলেও মেইলে বলা হয়েছে। অফিসিয়াল শর্টফিল্ম কম্পিটিশন ক্যাটাগরিতে জমা দেয়ার বিপরীতে পাঠানো এক মেইলে ছবিটি প্রতিযোগিতার প্রক্রিয়াধীন রয়েছে বলে বলা হয়েছে।

‘দাগ’ ছবির দৃশ্যে শারমীন জোহা শশী ও শতাব্দী ওয়াদুদ (ছবি: সংগৃহীত)মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত হয়েছে ‘দাগ’। এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শারমিন জোহা শশী, বাকার বকুল প্রমুখ। এর সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার, চিত্রগ্রহণে জোগেন্দ্র পাণ্ডা, সম্পাদনায় সুমিত ঘোষ, সংগীতে পার্থ বড়ুয়া, সাউন্ড ডিজাইনে রিপণ নাথ, নির্বাহী প্রযোজনায় অম্লান বিশ্বাস এবং প্রযোজনায় ভিউজ অ্যান্ড ভিশনস।

‘দাগ’ জসীম আহমেদের প্রথম চলচ্চিত্র। এর আগে তিনি টেলিভিশনের জন্য প্রামাণ্যচিত্র ও কয়েকটি নাটক তৈরি করেন। পাকিস্তানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাজীবন নিয়ে তার নির্মিত ‘বন্দীশালায় নয় মাস’ ৯০ দশকে বিটিভিতে প্রচার হয়। জসীমের সর্বশেষ নাটক ‘প্রত্যাবর্তন’ ২০০১ সালে একুশে টেলিভিশন প্রচার করে। সাংবাদিকতা দিয়ে পেশাজীবন শুরু করা জসীম বিরতির পর ‘দাগ’-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে নতুন কিছু করার স্বপ্ন দেখছেন।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।