ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই কনসার্ট স্থগিত?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই কনসার্ট স্থগিত? কনসার্টের পোস্টার (ছবি: সংগৃহীত)

তারিখ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত হয়ে গেলো ‘ফিজআপ ভ্যালেন্টাইন মিউজিক ব্যাশ ২০১৭’ কনসার্ট। এ ঘটনাকে আয়োজক প্রতিষ্ঠান ইভেন্টেলস লিমিটেড ‘অনিবার্য কারণ’ হিসেবে উল্লেখ করেছে। এতে বিস্মিত হয়েছেন গানপ্রিয় মানুষেরা।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডালিম কুমার বড়ুয়া বলেন, ‘সব ধরনের প্রস্তুতি থাকার পরও শেষ সময়ে এসে অনিবার্য কারণবশত কনসার্টটি স্থগিত করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে কনসার্টের পরবর্তী তারিখ সবাইকে জানিয়ে দেওয়া হবে।

ভালোবাসা দিবস উপলক্ষে (১৪ ফেব্রুয়ারি) বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে  অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ‘ফিজআপ ভ্যালেন্টাইন মিউজিক ব্যাশ ২০১৭’। শিল্পী তালিকায় ছিলেন আইয়ুব বাচ্চু (এলআরবি), হৃদয় খান, ঐশী, ডাকঘর ব্যান্ড, ভারতের তোরসা সরকার ও অর্ক মুখার্জি।  

এদিকে কনসার্ট স্থগিত হওয়ার ঘটনায় সংশ্লিষ্টরা শিল্পীদের পূর্ব পরিকল্পনায় ছেদ পড়েছে। শিল্পী ঐশী জানান, সপ্তাহের অধিকাংশ দিনই তাকে মঞ্চ পরিবেশনা নিয়ে ব্যস্ত থাকতে হয়। এই আয়োজনে অংশ নেবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ কারণে চট্টগ্রামের একটি শো বাতিলও করেছিলেন।

হৃদয় খান জানান, বৃহস্পতিবার রাতে (৯ ফেব্রুয়ারি) তাকে বিষয়টি জানানো হয়েছে। একইদিন দুপরে সংবাদ মাধ্যমকে কনসার্ট হবে বলে অবহিত করেছিলো ইভেন্টেলস লিমিটেড। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টিকে অনেকে প্রতিষ্ঠানটির অদূরদর্শিতা বলেও উল্লেখ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।