বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ‘৭৫ এসেই গেলো?’— এমন একটি স্ট্যাটাস দিয়েছেন মোহাম্মদ রফিকউজ্জামান। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চিন্তার পরিবর্তন হয়।
বাংলানিউজের সঙ্গে আলাপে জনপ্রিয় এই গীতিকবি জানান, জন্মদিন ঘিরে নিবেদন গানের দল একটি অনুষ্ঠান আয়োজন করছে। রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে থাকছে এই আয়োজন। সেখানে উপস্থিত থাকবেন মোহাম্মদ রফিকউজ্জামান।
‘আমার মন পাখিটা যায়রে উড়ে যায়’, ‘বন্ধু হতে চেয়ে তোমার’, ‘দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক’, ‘সেই রেল লাইনের ধারে’, ‘যদি মরণের পরে কেউ প্রশ্ন করে’, ‘এ জীবন তোমাকে দিলাম বন্ধু’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘কিছু কিছু মানুষের জীবনে’, ‘রিটার্ন টিকিট হাতে নিয়া’, ‘কি যাদু করেছো বল না’— জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় এমন অনেক গানের স্রষ্টা রফিকউজ্জামান।
সংগীত বিষয়ে তার লেখা বিভিন্ন গ্রন্থ বাজারে এসেছে। এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে রফিকউজ্জামানের নির্বাচিত গানের বই ‘হৃদয়ের ধ্বনিগুলি’। এটি প্রকাশ করেছে হাওলাদার প্রকাশনী।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এসও