সিবিসি নেটওয়ার্কে অনুষ্ঠনটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। এবারের আসরে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেমস করডেন।
গ্র্যামির মূল বিভাগের বিজয়ী তালিকা—
রেকর্ড অব দ্য ইয়ার : হ্যালো (অ্যাডেল)
সং অব দ্য ইয়ার : হ্যালো (অ্যাডেল)
অ্যালবাম অব দ্য ইয়ার : টোয়েন্টি ফাইভ (অ্যাডেল)
সেরা নতুন শিল্পী : চান্স দ্য র্যাপার
সেরা পপ সলো পারফর্ম্যান্স : হ্যালো (অ্যাডেল)
সেরা পপ দ্বৈত/দলীয় পারফর্ম্যান্স : স্ট্রেসড আউট (টোয়েন্টি ওয়ান পাইলট)
সেরা কান্ট্রি সলো পারফর্ম্যান্স: মাই চার্চ (মেরিন মোরিস)
সেরা কান্ট্রি অ্যালবাম : অ্যা সোলাস’স গাউড টু আর্থ (স্টারগিল সিম্পসন)
সেরা পপ ভোকাল অ্যালবাম : টোয়েন্টি ফাইভ (অ্যাডেল)
সেরা র্যাপ অ্যালবাম : কালারিং বুক (চান্স দ্য র্যাপার)
সেরা রক পারফর্ম্যান্স : নো প্রবলেম (চান্স দ্য র্যাপার)
সেরা রক অ্যালবাম : টেল মি আই অ্যাম প্রিটি (কেজ দ্য এলিফেন্ট)
সেরা মিউজিক ভিডিও : ফরমেশন (বিয়ন্সে)
সেরা মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম : দ্য কালার পারপেল
সেরা মিউজিক ফিল্ম : দ্য বিটলস: এইট ডে এ উইক দ্য টুরিং ইয়ারস (দ্য বিটলস)
সেরা ট্রাডিশনাল পপ ভোকাল অ্যালবাম : সামারটাইম (উইলি নেলসন)
সেরা র্যাপ সং : হটলাইন ব্লিং (আব্রে গ্রাহাম, পল জেফেরিস এবং ড্রেক (গীতিকার))
সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম : ব্ল্যাকস্টার (ডেভিড বোয়ি)
সেরা রক সং : ব্ল্যাকস্টার (ডেভিড বোয়ি)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ অ্যালবাম : লালাহ হ্যাথওয়ে (লালাহ হ্যাথওয়ে লাইভ)
সেরা আরবান কন্টেমপোরারি অ্যালবাম : লেমোনাডে (বিয়ন্সে)
সেরা রিদ মঅ্যান্ড ব্লুজ পারফর্ম্যান্স : ক্রেনস ইন দ্য স্কাই (সোলাং)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ সং : লেক বাই দ্য ওসিন (হড ডেভিড, মাসজে, গীতিকার ম্যাক্সওয়েল)
সেরা ট্র্যাডিশনাল রিদম অ্যান্ড ব্লুজ পারফর্ম্যান্স : অ্যাঞ্জেল (লালাহ হ্যাথওয়ে)
সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম : স্কিন (স্ক্রিলেক্স অ্যান্ড ডিপলো)
সেরা ড্যান্স রেকর্ডিং : ডোন্ট লেট মি ডাউন (দ্য চেইনস্মোকারস)
সেরা কান্ট্রি দ্বৈত/দলীয় পারফর্ম্যান্স : জোলেনে (প্যানটাটোনেক্স ও ডলি পরটন)
সেরা কান্ট্রি সং : হাম্পেল অ্যান্ড কাইন্ড (লোরি ম্যাককেনা (গীতিকার) টিম ম্যাকগ্রো)
সেরা ল্যাটিন রক/আরবান/অল্টারনেটিভ অ্যালবাম : ইলেভিটেবল (ইলে)
সেরা ল্যাটিন পপ অ্যালবাম : অ্যান বেসিটো ম্যাস (জেসে এবং জয়)
সেরা ইঞ্জিনিয়ার্ড অ্যালবাম, নন-ক্লাসিক্যাল : ব্ল্যাকস্টার (ডেভিড বোয়ি, টম এলমটিস্ট, কেভিন কাইলেন এবং টনি ভিসকনটি)
এর বাইরে আরও কিছু বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। তাদের নাম চূড়ান্তভাবে জানা যায়নি। বিভাগগুলো হলো—সেরা র্যাপ/সাং কোলাবোরেশন, সেরা র্যাপ পারফর্ম্যান্স, স্কোর সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া ও মিউজিকেয়ারস পারসন অব দ্য ইয়ার।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
বিএসকে/এসও