‘সবার অজান্তে এই বসন্তে আবার যেন তুমি ফিরে এসেছো’— রাহামত উল্লাহর কথা ও সুরে শতাব্দী গেয়েছেন বসন্ত ও ভালোবাসার এই গান। ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে ভিডিও।
শতাব্দী জানান, ‘সবার অজান্তে’ শিরোনামের গানটির সংগীতায়োজন ও এর ভিডিও নির্মাণ করেছেন ওবায়দুর রহমান। গানটি নেওয়া হয়েছে একটি মিশ্র অ্যালবাম থেকে।
শতাব্দী রবীন্দ্রসংগীতের ওপর পড়াশোনা করেছেন ছায়ানটে। এরও আগে লালমনিরহাট শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদে গান শিখেছেন। ছোটবেলায় গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে পেয়েছেন জাতীয় পুরস্কার।
লালমনিরহাটের মেয়ে সায়মার প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন ও রেজওয়ানা চৌধুরী বন্যা। অচিরেই অভিষেক অ্যালবাম প্রকাশ করবেন তিনি। বাবা জেলা জজ কোর্টের আইনজীবী নজরুল ইসলাম রাজু আর স্কুলের প্রধান শিক্ষিকা মা মোহসেনা বেগম মিনার স্বপ্ন, শতাব্দী একদিন দেশসেরা শিল্পী হবে। সেই পথে হাঁটছেন আইন ও মানবাধিকার বিষয়ে ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) এ অধ্যয়নরত মেয়েটি।
* ‘সবার অজান্তে’ গানের ভিডিও:
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসও