ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ও নন্দনের আয়োজনে উৎসব শুরু হবে ২১ ফেব্রুয়ারি, শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। উৎসবে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট ছবিগুলোর অধিকাংশ শিল্পী ও নির্মাতা।
নির্মাতা গৌতম ঘোষ উৎসবের উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের নির্মাতা মোরশেদুল ইসলাম।
জানা গেছে, নন্দন হল ১ ও ৩-এ ছবিগুলো দেখানো হবে। উৎসবের পর্দা উঠবে আবু সাইয়ীদের ‘কীর্তনখোলা’ প্রদর্শনের মধ্য দিয়ে। প্রথম দিনের প্রদর্শনীতে আরও আছে মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’। দ্বিতীয় দিন দেখানো হবে আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’ এবং অমিতাভ রেজার ‘আয়নাবাজি’।
তৃতীয়দিন থাকবে আহসান কবির লিটনের ‘প্রত্যাবর্তন’ ও মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’। শেষ দিন (২৪ ফেব্রুয়ারি) উৎসবে দেখানো হবে শবনম ফেরদৌসীর প্রামাণ্যচিত্র ‘ভাষাজয়ীতা’, খন্দকার সুমনের ‘পৌনঃপুনিক’, তাসমিয়া আফরিন মৌয়ের ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দী’ ও নুরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এসও