রাজধানীর ধানমন্ডিতে প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের বাড়ি ‘দখিন হাওয়া’য় রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন শাওন। লিখিত বক্তব্যের পর এ অভিনেত্রী বলেন, ‘আমি খুব খুশি হয়েছিলাম ছবিটির মহরত দেখে।
তিনি যোগ করে বলেন, ‘ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজারের কাছ থেকে প্রথম ছবিটির পটভূমি সম্পর্কে জানতে পারি। আমাকে জানানো হয়, ছবিটি হুমায়ূন আহমেদের জীবনী ঘিরে এবং তার পরিবারের কিছু সদস্যের চরিত্রও ছবিটিতে উঠে এসেছে, যার মধ্যে আমিও আছি। খবরটি আমাকে বিস্মিত করে। তার পরপরই বাংলাদেশ এবং ভারতের প্রধান প্রধান সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানতে পারি যে, আলোচ্য ছবিটি কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের কিছু স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। ’
একটি ছবির মুক্তি আটকে যাক, এটা তার কাম্য নয়। বিতর্কিত জায়গাগুলো পরিমার্জনের পর ‘ডুব’ মুক্তি পাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এসও
** মামলায় নয়, সেন্সর বোর্ডেই আস্থা রাখছেন শাওন
** আমার আশঙ্কা সত্য বলে মনে হচ্ছে: শাওন
** একইজন একেক সময় একেক কথা বলছেন: শাওন
** ‘ডুব’ ইস্যুতে শাওনের সংবাদ সম্মেলন
** ‘ডুব’ ছবিতে কী এমন আছে?
** আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ‘ডুব’?
** তিশার নিন্দা
** ‘ডুব’-এর ওপর নিষেধাজ্ঞা স্থায়ী নয়’
** ইরফান-ফারুকীর ‘ডুব’ নিষিদ্ধ!