‘ক্যালেন্ডার গার্লস’ ছবিটি পাকিস্তানে নিষিদ্ধ করায় ব্যথিত হয়েছিলেন এর নির্মাতা মধুর ভান্ডাকার। সম্প্রতি বাংলাদেশে নিষিদ্ধ (মুক্তি জটিলতায় থাকা) করা হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ও বলিউড অভিনেতা ইরফান খান অভিনীত ‘ডুব’ বা ‘নো বেড অব রোজেস’।
এ প্রসঙ্গে মধুরের ভাষ্য, “নো বেড অব রোজেস’ ছবিটি নাকি বাংলাদেশের জনপ্রিয় লেখক ও নির্মাতা হুমায়ুন আহমেদের জীবনী নিয়ে তৈরি করা হয়েছে। যিনি তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে ২৭ বছরের সংসারের ইতি টেনেছিলেন। পরে নিজের চেয়ে ৩৩ বছরের ছোট এক অভিনেত্রীকে বিয়ে করেছিলেন। কিন্তু নির্মাতা বলছেন, এটি হুমায়ুনের জীবনী নিয়ে তৈরি নয়। ’
তিনি আরও বলেন, ‘আমি জানি না ছবিটি কী নিয়ে নির্মাণ করা হয়েছে। তবে এটির নিষিদ্ধ করার সিদ্ধান্তে আমি একমত নই। ’
রোববার (১৯ ফেব্রুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব কথা বলেছেন ৪৮ বছর বয়সী নির্মাতা মধুর। ২০০৭ সালে ‘ট্রাফিক সিগন্যাল’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পরিচালক হন তিনি। তার বানানো ছবিগুলোর মধ্যে আরও আছে— ‘হিরোইন’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’, ‘ফ্যাশন’, ‘করপোরেট’, ‘পেইজ থ্রি’ প্রভৃতি।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
বিএসকে/এসও