ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হাদীর সঙ্গে ৫২ শিশু-কিশোর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
হাদীর সঙ্গে ৫২ শিশু-কিশোর ক্ষুদে শিল্পীদের সঙ্গে সৈয়দ আবদুল হাদী

তরুণ প্রজন্মের শিল্পীদের আদর্শ গায়ক সৈয়দ আবদুল হাদী। ক্ষুদে শিল্পীদের কাছে তিনি সংগীতের এক বটবৃক্ষ। সেই শিল্পী কণ্ঠ মিলিয়েছেন ছোট শিশুদের সঙ্গে, অভিনয়ও করেছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদদের স্মরনে সা রে গা মা একাডেমির উদ্যোগে তৈরি হয়েছে ‘বর্ণমালা’ গানটি। সৈয়দ আবদুল হাদীর সঙ্গে এতে কণ্ঠ দিয়েছে একাডেমির শিশু শিল্পীর।

মাহফুজ বিল্লাহ্ শাহীর কথায় ‘বর্ণমালা’র সুর ও সংগীত আয়োজন করেছেন শেখ সাদী খান।

গানটির শিল্পী সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘সীমিত সুযোগ-সুবিধা সত্ত্বেও ওরা একটি সুন্দর আয়োজন করেছে। আনন্দের সাথে কাজটি করেছি আমি। গানটির মাধ্যমে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মধ্যে বাংলা ভাষার প্রতি তাদের দায়িত্ব ও ভালোবাসা বাড়বে বলেই মনে করি আমি। ’

ক্ষুদে শিল্পীদের সঙ্গে সৈয়দ আবদুল হাদী ফিরোজ কবীর ডলারের পরিচালনায় ‘বর্ণমালা’ গানটির ভিডিও তৈরি হয়েছে। এতে সৈয়দ আবদুল হাদীর সঙ্গে অংশ নিয়েছেন ৫২জন শিশু-কিশোর। ২০ ফেব্রুয়ারি সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে  গান ও ভিডিও।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।