‘ক্রাচের কর্নেল’ নাটকের দৃশ্য
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) ঘিরে পরপর দু’দিন মঞ্চস্থ হবে ‘ক্রাচের কর্নেল’ নাটকটি।
গত বছরের ডিসেম্বরে বটতলা মঞ্চে এনেছে এটি। ঢাকা ও ঢাকার বাইরের মঞ্চে নাটকটি দর্শক সমাদৃত হয়েছে।
এরই ধারাবাহিকতায় ভাষা আন্দোলনের এই মাসে পরপর দু’দিন দেখা যাবে নাটকটি। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে থাকছে ‘ক্রাচের কর্নেল’-এর ৫ম ও ৬ষ্ঠ প্রদর্শনী। এটি বটতলার ৯ম প্রযোজনা।
শাহাদুজ্জামানের উপন্যাস থেকে ‘ক্রাচের কর্নেল’- এর নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। নাটকটিতে দেশের ইতিহাসের এক অস্থির সময়কে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।