১৯৬৯ সালে ‘জীবন থেকে নেয়া’ ছবিটি মুক্তি পায়। মুক্তির এতো বছর পর এবার সেই ছবির জীবিত তিন শিল্পীকে নিয়ে পুনর্মিলনীর আয়োজন করে চলচ্চিত্র পরিচালক সমিতি।
সম্মাননা গ্রহণ করতে গিয়ে আবেগের বন্যায় ভেসেছেন আমজাদ হোসেন। তিনি ‘জীবন থেকে নেয়া’ ছবি নিয়ে স্মৃতিরোন্থন করেন।
আমজাদ হোসেন উপস্থিত তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমাদের জাতীয় কবি আছেন, জাতীয় অধ্যাপক হতে পারে, জাতীয় ফুল হতে পারে, জাতীয় চলচ্চিত্রকার হিসেবে জহির রায়হানকে স্বীকৃতি দিতে হবে। ’
মঙ্গলবারের (২১ ফেব্রুয়ারি) দুপরটি হয়ে উঠেছিলো স্তব্ধ, স্মৃতিকাতর। আন্তর্জাতিক ভাষা দিবসের এই আয়োজনে এফডিসিতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো ‘জীবন থেকে নেয়া’ ছবির কারিগর জহির রায়হানকে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এসও