‘পোস্ট গ্র্যাজুয়েট’ নাটকের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান- ছবি: রাজীন চৌধুরী
গল্প বাছাই, শিল্পী নির্বাচন, শুটিং, ডাবিং, এডিটিং— এতোগুলো ধাপ পেরিয়ে দর্শকের সামনে আসে একটি নাটক। দীর্ঘ ধারাবাহিক হলে তো কথা নেই, আরও বেশি কর্মযজ্ঞ। এনটিভির নতুন ধারাবাহিক ‘পোস্ট গ্র্যাজুয়েট’ কেমন হবে, প্রচারের আগে সেই ধারনা দিলেন সংশ্লিষ্টরা।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে তাই আয়োজন করা হয়েছিলো নাটকটির বিশেষ প্রদর্শনীর। ‘পোস্ট গ্র্যাজুয়েট’ নাটকের কিছু পর্বের নমুনা দেখানো হলো আমন্ত্রিত অতিথিদের।
নাটকের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী-কলাকুশলী ছাড়াও এখানে উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের অনেকেই। তালিকায় আছেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, হাসান মাসুদ, সাজু খাদেম, আজমেরি আশা, শাহানাজ খুশি, জয়রাজ, তাসনুভা তিশা, আরফান আহমেদ, ডা. এজাজুল ইসলাম, সোহেল খান, সিদ্দিকুর রহমান, মিশু সাব্বির প্রমুখ।
বিশেষ প্রদর্শনী শুরু হওয়ার আগে বক্তৃতাপর্বে নির্মাতা ও শিল্পীদের শুভকামনা জানান অতিথিরা। শিল্পীরাও কাজের অভিজ্ঞতা তুলে ধরেন।
‘পোস্ট গ্রাজুয়েট’ হচ্ছে ‘গ্রাজুয়েট’ নাটকের সিক্যুয়েল। প্রথম ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন জাহিদ হাসান। এবার প্রধান ভূমিকায় আছেন চঞ্চল চৌধুরী।
সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে নাটকটি। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থাকছে ‘পোস্ট গ্রাজুয়েট’-এর প্রথম পর্ব। নাটকটির শীর্ষ সংগীত লিখেছেন জনি হক। নাভেদ পারভেজের সুর ও সংগীতে এটি গেয়েছেন আগুন।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।