বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে কবরী বলেন, ‘আমার জীবনের অজানা কিছু কথা লিখেছি। এটা চারভাগের একভাগ।
কবরীর দৃষ্টিতে বইয়ের মোড়ক উন্মোচন পোশাকী ব্যাপার। ২৫ ফেব্রুয়ারি থেকে বইটি মেলায় পাওয়া যাবে। এদিন বিকেল ৩টায় মেলা প্রাঙ্গনে ‘স্মৃতিটুকু থাক’-এর মোড়ক খোলা হবে।
কবরীর বইটির ভূমিকা লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। এটি প্রকাশ করছে বিপিএল প্রকাশনী।
১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত কবরী অভিনীত ‘স্মৃতিটুকু থাক’ ছবি মুক্তি পায়। এখান থেকেই বইটির নাম নিয়েছেন কবরী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর ইচ্ছে, ভবিষ্যতে বইটির দ্বিতীয় খণ্ড বের করবেন।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এসও