শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুক মেসেঞ্জারে বাংলানিউজের সঙ্গে আলাপে নওশাবা জানান, সত্য ঘটনাবলী নিয়ে তৈরি হচ্ছে তার নতুন ছবি ‘ম্যানশন ৯৯’। পেনাংয়ের বিশাল এলাকাজুড়ে ম্যানশন ৯৯ নামের একটি বাড়িকে কেন্দ্র করে গল্প তৈরি হয়েছে।
নওশাবা হেসে হেসে বললেন, ‘আমি নিজেকে গেছো ভূত মনে করি, ভাবতাম আমি অনেক সাহসী। কিন্তু পেনাংয়ে সত্যি গা ছমছমে পরিবেশ। গাছের পাতা নড়লেও বুক কেঁপে উঠছে। উপায় নেই, ছবির কাজে এখানেই থাকতে হবে আরো কিছুদিন। ’
নওশাবা জানান, তার চরিত্রটি পর্দায় কয়েকভাবে তুলে ধরা হবে। এর মধ্যে তান্ত্রিক বা কালো জাদু জানে এমন তরুণীর গেটআপেও হাজির হবেন তিনি। আবার তাকে অদৃশ্য কিছুর আক্রমনও মোকাবেলা করতে হবে। নওশাবার পাঠানো ফটোগ্রাফগুলোতে দেখা যাচ্ছে একটিতে তান্ত্রিকদের মতো লাঠি নিয়ে বসেছেন তিনি, অন্যটিতে তার কাঁধে নেমে আসছে ভয়ঙ্কর একটি হাত।
অমিত আশরাফের ‘উধাও’, রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ ও শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’-এর পর মুক্তির প্রতীক্ষায় আছে নওশাবার আরও কিছু ছবি।
নওশাবার মতে, মিজানুর রহমান লাবুর পরিচালনায় ‘ম্যানশন ৯৯’ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। ছবিটিতে তার সহশিল্পীরা হলেন শিমুল খান, সানজিদা মিতু, সামস, অনিক প্রমুখ। এ বছরই মুক্তি পাবে ‘ম্যানশন ৯৯’।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসও