শুটিং শেষ হওয়ার পর থেকে বহুমাত্রিক প্রচার শুরু হয়েছে ছবিটিকে কেন্দ্র করে। এরই অংশ হিসেবে রোববার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামে যাচ্ছেন অপর্না।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে অপর্ণা ঘোষ বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে নিয়মিত চলচ্চিত্র হচ্ছে, এটা ভালো ব্যাপার। কিন্তু ছবিগুলো দেখতে তরুনরা হলে যাচ্ছে না। আমার মনে হয় প্রচারের অভাবে মুক্তিযুদ্ধের ছবিগুলো পিছিয়ে থাকছে। এমন চিন্তা থেকেই তরুণদের কাছে যাচ্ছি আমরা। আমরা চাই তারা হলে এসে ছবিটি দেখে গুরুত্বপূর্ণ অধ্যায়টি সম্পর্কে জানুক। ’
অপর্ণা জানান, এরই মধ্যে তারা সিলেটের তরুনদের সঙ্গে মত বিনিময় করেছেন। এবার যাচ্ছেন চট্টগ্রামে।
ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘ভুবন মাঝি’ সরকারি অনুদানে তৈরি। ছবিটিতে অপর্ণা ঘোষের বিপরীতে থাকছেন ওপার বাংলার পরমব্রত চট্টোপাধ্যায়।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসও