রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০মিনিটে বাংলানিউজের সঙ্গে শাওনের যখন কথা হয় তখন তিনি ধানমণ্ডি থানায়। বললেন, ‘হ্যা, মামলা করার কাজ প্রায় শেষের দিকে।
ফেসবুকে বান্টি মীরের অশালীন মন্তব্য, হুমকির জবাবে আইসিটি অ্যাক্টে ৫৭ ধারায় ধানমণ্ডি থানায় মামলাটি করলেন শাওন। আগের অভিযোগের সঙ্গে যোগ করা হয়েছে অনালাইনে হয়রানির বিষয়টি।
শাওন আগেই জানিয়েছিলেন, ক’দিন ধরে বান্টি মীর নামের এক ব্যাক্তি শাওন ও তার মায়ের সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করে যাচ্ছেন। এমনকি ফেসবুক ভিডিও লাইভের মাধ্যমেও তিনি মিথ্যে গল্প ছড়াচ্ছেন।
মামলা প্রক্রিয়ার অংশ হিসেবে শাওন পুলিশকে কিছু প্রমাণাদি উপস্থাপন করেছেন। যেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্র ঘিরে শাওন আলোচনায় আসেন। এবার এর সঙ্গে যুক্ত হলো জিডি ও মামলার বিষয়টি।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসও