‘ভুবন মাঝি’র পরিচালক ফাখরুল আরেফিন খান জানান, দেশপ্রেমের ছবিটি নির্মাণ করতে গিয়ে বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। এর বেশিরভাগই ভালো লাগার।
নির্মাতা আরও জানান, ১ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘ভুবন মাঝি’র বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এদিকে ছবিটির প্রচারে ঢাকায় আসছেন অভিনেতা পরমব্রত। বিশেষ প্রদর্শনীতে তারও উপস্থিত থাকার কথা।
‘ভুবন মাঝি’ ছবিতে অপর্ণা অভিনয় করছেন পূর্ব পাকিস্তানের সম্ভ্রান্ত ঘরের তরুণী ফরিদা চরিত্রে। আর পরমব্রতকে দেখা যাবে লালন ভাবাদর্শের নহির বাউলের ভূমিকায়। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মাজনুন মিজান, নওশাবা, সুষমা সরকার, ওয়াকিল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসও