তিনি বলেন, রোববার সকাল ৭টা থেকে লাকী ভাইয়ের অবস্থা সংকটাপন্ন অবস্থায় চলে যায়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এখন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে।
এদিকে লাকী আখন্দের মেয়ে মাম্মিন্তি জানান, তার বাবা কাউকে চিনতে পারছেন না।
লাকী আখন্দের শারিরীক অবস্থার অবনতির খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গুণী এ সঙ্গীতজ্ঞ অনেক দিন ধরেই মরণব্যাধী ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ছয় মাসের চিকিৎসা শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ২০১৬ সালের ২৫ মার্চ দেশে ফেরেন তিনি। সেখানে কেমোথেরাপি নেওয়ার পর শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছিল তার। একই বছরের জুনে আবারও থেরাপির জন্য ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে পরে আর তার সেখানে যাওয়া হয়ে উঠেনি।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসও/এসএইচ