ওয়াল্ট ডিজনি পিকচার্সের ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন বাইরন হাওয়ার্ড ও রিচ মুর। মানুষের মতো আকার ও চলাফেরা করে এমন জীবজন্তুদের একটি শহরকে ঘিরেই এর গল্প।
এর আগে অ্যানি অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ও প্রডিউচার্স গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে সেরা অ্যানিমেটেড ছবির সম্মান পেয়েছে ছবিটি। এবার অস্কারও এলো এর ঘরে।
৮৯তম অস্কারে সেরা অ্যানিমেটেড ছবির বিভাগে ‘জুটোপিয়া’ ছাড়াও মনোনয়ন পেয়েছিলো ‘কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস’, ‘মোয়ানা’, ‘মাই লাইফ অ্যাজ অ্যা জুকিনি’ এবং ‘দ্য রেড টার্টেল’।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউডের ডলবি থিয়েটারে শুরু হয় অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন টক শো সঞ্চালক জিমি কিমেল। এই আয়োজন বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি দেখাচ্ছে এবিসি নেটওয়ার্ক।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
বিএসকে
** সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে মাহারশালা আলির অস্কার জয়
** ভায়োলা ডেভিস জিতলেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার
** অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি ‘দ্য সেলসম্যান’
** স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের অস্কার গেলো সিরিয়ায়
** সেরা গান ‘সিটি অব স্টারস’
** তরুণের হাতে সেরা পরিচালকের অস্কার
** অস্কারে সেরা অভিনেতা ক্যাসি অ্যাফ্লেক
** সেরা অভিনেত্রী এমা স্টোন
** ‘লা লা ল্যান্ড’ নয় অস্কারে সেরা হলো ‘মুনলাইট’