নূর আরও মনে করেন, ছবি তৈরির বেলায় নির্মাতাদের গাফিলতিও এর জন্য দায়ী। বুধবার (১ মার্চ) বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সরকারি অনুদানের ছবি ‘ভুবন মাঝি’র বিশেষ প্রদর্শনীর আগে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী।
তিনি বলেন, “ভুবন মাঝি’ ছবিটি কেমন হয়েছে জানিনা। আমার বিশ্বাস এটি ভালো হবে। একজন মুক্তিযোদ্ধার জীবনের ওপর এটি নির্মিত। তবে একটি বিষয় না বললেই নয় যে, সরকারি অনুদানের ছবি মুক্তি পেতে বিলম্বিত হয়। এ ক্ষেত্রে ‘ভুবন মাঝি’ ছবিটি খুব তাড়াতাড়িই মুক্তি পাচ্ছে। এটা আমাদের জন্য খুশির সংবাদ। ”
মন্ত্রী যোগ করে আরও বলেন, ‘বিশ্বযুদ্ধ নিয়ে এখনও চলচ্চিত্র তৈরি হচ্ছে। আমি মনে করি মহান মুক্তিযুদ্ধ নিয়ে আরও চলচ্চিত্র তৈরি হওয়া দরকার। ’
আসাদুজ্জামান নূর বক্তৃতায় আরও উল্লেখ করেন, অনুদানের ছবির অর্থ আরও বাড়ানো দরকার।
‘ভুবন মাঝি’র উদ্বোধনী প্রদর্শনীতে আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ এই প্রদর্শনীতে যোগ দিতে এদিন সকালেই ঢাকায় এসেছেন ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রূপদানকারী ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, নির্মাতা মোরশেদুল ইসলাম, সংগীতশিল্পী কালিকাপ্রসাদ, অভিনেত্রী অপর্ণা ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ, অভিনেতা মাজনুন মিজান, নির্মাতা ফাখরুল আরেফিন খান প্রমুখ। আগামী ৩ মার্চ দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভুবন মাঝি’।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসও