ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘আমার মৃত্যুর পর সম্পত্তির সমান ভাগ পাবে অভিষেক ও শ্বেতা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
‘আমার মৃত্যুর পর সম্পত্তির সমান ভাগ পাবে অভিষেক ও শ্বেতা’ অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও শ্বেতা নন্দা (ছবি: সংগৃহীত)

আর্ন্তজাতিক নারী দিবসের এখনও বাকি এক সপ্তাহ। এর আগেই নারী-পুরুষের সমান অধিকার নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন।

বৃহস্পতিবার (২ মার্চ) টুইটারে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন বিগ বি। যেখানে দেখা যাচ্ছে, একটি সাদা কাগজ ধরে দাঁড়িয়ে আছেন ৭৪ বছর বয়সী এই অভিনেতা।

এর মাঝে লাল রঙ দিয়ে লেখা রয়েছে কিছু কথা। কথাগুলো হচ্ছে, “যখন আমি মারা যাবো, সে সময় আমি যেসব সম্পত্তি রেখে যাবো তা সমানভাবে ভাগ করে নেবেন আমার মেয়ে (শ্বেতা নন্দা) ও ছেলে (অভিষেক বচ্চন)। ”বাবার সঙ্গে শ্বেতা নন্দা

ভারতের এমন কিছু রাজ্য আছে যেখানে এখনও নারী ও পুরুষদের সমান চোখে দেখা হয় না। বরং ঐতিহ্য ধরে রাখাতে সম্পত্তির অংশ শুধুমাত্র ছেলেদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

অন্যদিকে, গত বছর নারীর অধিকার নিয়ে তৈরি ‘পিঙ্ক’ ছবিতে কাজ করে সবার মন জয় করেছিলেন এই কিংবদন্তী অভিনেতা। এ ছাড়া ছবি মুক্তির আগে দুই নাতনিকে উদ্দেশ করে একটি চিঠিও লিখেছিলেন ৭৪ বছর বয়সী এই অভিনেতা।

যেখানে লেখা ছিলো, ‘তোমাদের কারও নন্দা আবার কারও বচ্চন পদবী আছে, কিন্তু তোমরা দু’জনই মেয়ে! নারী বলেই মানুষ তাদের চিন্তাধারা তোমাদের ওপর চাপিয়ে দেবে, গণ্ডির মধ্যে রাখতে চাইবে। তারা তোমাদেরকে জানাবে কী পোশাক পরবে, কেমন ব্যবহার করবে, কাদের সঙ্গে দেখা করতে ও কোথায় যেতে পারবে। অন্যের বিচারবুদ্ধির ছায়ায় থেকো না। আপন প্রজ্ঞার আলোকে নিজের মনের কথা শোনো। স্কার্টের দৈর্ঘ্য দেখে তোমাদের চরিত্রের মাপকাঠি তৈরি করতে পারে এমন সুযোগ অন্যদের দিও না। কাদের সঙ্গে বন্ধুত্ব করবে এ নিয়ে কারও মতামত নেবে না। তোমরা না চাইলে অন্য কোনো কারণে বিয়ে করবে না। ’

‘পিঙ্ক’খ্যাত এই তারকার ভাষ্য, ‘লোকে কথা বলবে। তারা ভয়ানক কথাও বলতে পারে। কিন্তু তার মানে এই নয় যে, তোমাদেরকে সবার কথা শুনতে হবে। লোকে কি বললো তা নিয়ে কখনও ভেবো না। দিনের শেষে তোমাদের নিজেদেরকেই নিজ নিজ কাজের ফল পেতে হবে। সুতরাং অন্যের মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিও না। ’

বাবা অমিতাভ বচ্চন ও মা জয়া বচ্চনের সঙ্গে অভিষেক বচ্চনচিঠির শেষ দিকে এসে অমিতাভ লিখেছেন, ‘নব্যা, নাম আর পদবী যে বিশেষ সুবিধা দেবে তা তোমাকে কঠিন পরিস্থিতি থেকে এড়াতে পারবে না, কারণ তুমি একজন নারী। আরাধ্য, সময় এলে তুমি দেখবে ও বুঝতে পারবে এটা, তখন হয়তো আমি তোমার কাছে না-ও থাকতে পারি। কিন্তু আমার মনে হচ্ছে, আজ যা বলছি তখনও তা প্রাসঙ্গিক থাকবে। ’  

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।