সেদিন দেশের আরেক লিজেন্ড, স্কুলবন্ধু ফেরদৌস ওয়াহিদ বেশ কিছুক্ষণ সঙ্গ দেন লাকীকে। নানাভাবে বন্ধুকে নস্টালজিয়ায় নিয়ে ফেরা, আড্ডা, গান, হাসিতে মাতিয়ে রাখেন শারীরিক কষ্ট ভুলিয়ে।
বন্ধুকে দেখে খুব খুশি হন লাকী। বলেন, 'তুই আসিস না কেন। তুই তো খুব ভালো গান করিস। তোর গানের গলা খুব ভালো। তোর গলার সঙ্গে কারও তুলনা হয় না। '
পরে ফেরদৌস ওয়াহিদ বলেন, 'তুই হাসিস না কেন, একটু হাস। আর একটা গান গা। বলে দু’জনে লাকীর সুর করা আর ফেরদৌস ওয়াহিদের গাওয়া বিখ্যাত ‘আগে যদি জানতাম’ গানটি গান। এভাবে গান আড্ডায় বেশ কিছুক্ষণ সময় কাটান দু’জন। অসুস্থ লাকী বন্ধুর কাছে দাবি জানান মাঝেমধ্যে এসে যেন দেখে যান।
একই দিন লাকীকে দেখতে যান আরেক জনপ্রিয় শিল্পী নকীব খান। দুজন দুজনের হাত ধরে অনেকক্ষণ বসে ছিলেন। নকীব খান নিজে বলার থেকে তার প্রিয় মানুষের কাছ থেকে কথাই শুনেছেন বেশি। কখনও আবার চোখ দিয়ে গড়িয়ে পড়েছে অশ্রু। অনেকক্ষণ ধরে দোয়াও করেন তিনি। লাকী একসময় বলেন, 'তুমি এগিয়ে যাও, আমরা দু’জন আবার গান করবো। '
মনের জোরই আসলে একজন ক্যানসার আক্রান্ত ব্যক্তির বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি। লাকী এখনও স্বপ্ন দেখেন একটি মিউজিক স্কুল করার। তিনি বিশ্বাস করেন ‘মিউজিক ফর পিস’-এ।
তাই তিনি এই অসুস্থতার মধ্যেও মাঝে-মধ্যে বলেন, 'আমি সুস্থ হয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবো। তাকে বলবো একটি মিউজিক স্কুল করতে চাই। এটা করা অনেক দরকার। '
এভাবে সামিনা চৌধুরী, সানী জুবায়ের, আব্দুল হাদীসহ গুণীজনরা আসছেন শিল্পীকে প্রেরণা যোগাতে। আর এসব নিয়ে সময় কাটছে তার।
তবে স্বজনদের অনুরোধ দর্শনাথী, শুভাকাঙ্ক্ষীরা আসুন কিন্তু সবসময় যেন ভিড় না জমান। সেটা শিল্পীর ভালোর জন্যই।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭আপডেট ১২৪৯ ঘণ্টা
এএ/জেএম