শনিবার সকালে (৪ মার্চ) বাংলানিউজের সঙ্গে আলাপে গায়িকা কনা বলেন, ‘এই মিউজিক ভিডিওটিতে আমার ব্যক্তিজীবন, লাইফস্টাইল দেখানো হয়েছে। কাজের সূত্রে বন্ধু ও পরিচিতজনদের উপস্থিতি রাখা হয়েছে।
অটামনাল মুনের কথা ও সুরে ‘সেলফি’ গানটি নেওয়া হয়েছে একই শিরোনামের অ্যালবাম থেকে। সাত গানের অ্যালবামটি বের হয়েছিলো রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপে। ভিডিওটি তৈরি করেছেন আশিকুর রহমান। কনার নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘সেলফি’র ভিডিও।
দিলশাদ নাহার কনা জানান, ‘সেলফি’ ভিডিওতে আরও আছেন মডেল ঐশ্বর্য, তিনি একাধিক ভূমিকায় কাজ করেছেন। এ ছাড়া আছেন কস্টিউম ডিজাইনার রামিম রাজ। শুধু শোবিজ অঙ্গনের মানুষই নন, কনার এই মিউজিক ভিডিওতে দেখা গেছে তার ভাই-ভাবী ও ভাগ্নিকে। কনার দৃষ্টিতে ব্যক্তিজীবনে এই মানুষগুলো তারই মতো সেলফি তুলতে ভালোবাসেন।
* ‘সেলফি’ গানের ভিডিও:
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এসও