ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ডাবর ভাটিকা-আরটিভি ‘ক্যাম্পাস স্টার’ প্রতিযোগিতা শুরু ২৪ মার্চ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
ডাবর ভাটিকা-আরটিভি ‘ক্যাম্পাস স্টার’ প্রতিযোগিতা শুরু ২৪ মার্চ ডাবর ভাটিকা-আরটিভি ‘ক্যাম্পাস স্টার’ প্রতিযোগিতা শুরু ২৪ মার্চ-ছবি: রাজিন চৌধুরী

ঢাকা: নাচ-গান ও অভিনয়ে পারদর্শীদের খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘ডাবর ভাটিকা-আরটিভি ক্যাম্পাস স্টার’ প্রতিযোগিতা।

দেশের সরকারি-বেসরকারি ১৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্য থেকে তিনজনকে সেরা ক্যাম্পাস স্টার নির্বাচন করা হবে।

ডাবর বাংলাদেশ ও আরটিভির উদ্যোগে এ প্রতিযোগিতা শুরু হবে চলতি বছরে ২৪ মার্চ।

বিজয়ী নারী ‘ক্যাম্পাস স্টার’ পাবেন এক লাখ টাকা ও ভাটিকা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ। এছাড়া প্রথম ও দ্বিতীয় রানার আপের জন্য থাকছে আরটিভির সংবাদ পাঠিকা এবং এফএম রেডিও স্টেশনে আরজে হিসেবে কাজ করার সুযোগ।

বুধবার (০৮ মার্চ) আরটিভি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

৮ মার্চ নারী দিবসে নারীদের প্রতি সম্মান জানিয়ে বলেন, আরটিভি সব সময় ভিন্ন ধারার কিছু করার চেষ্টা করে। ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার প্রতিযোগিতা আমাদের একটি ছোট্ট প্রয়াস।

দেশে অনেক পত্রিকা, অনলাইন ও টেলিভিশন রয়েছে। আরও আসছে। সে হিসেবে দক্ষকর্মী বাহিনী তৈরি হচ্ছে না। আমরা চাই এ প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন যোগ্য মুখ উঠে আসুক। এজন্যই আমরা এ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রতিযোগিতার বিচারক অভিনেতা সজল, চিত্রনায়িকা নিপূণ, এশিয়ান কনজ্যুমার কেয়ার (প্রা.) লিমিটেড ডাবর বাংলাদেশের পরিচালক সঞ্জয় মুনশী, বিপণন প্রধান আসিফুর রউফ, ব্র্যান্ড ম্যানেজার শরিফুল ইসলাম (তুষার), আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রাকিব, মার্কেটিং প্রধান সুদেব চন্দ্র ঘোষ ও এক্সপ্রেশানস লিমিটেডর ডিরেক্টর সৈয়দ আপন আহসান।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এসই/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।