সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কুইন’খ্যাত এই তারকা বলেছেন, ‘ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি করণের বাবার কোনো সম্পত্তি নয়। এই ইন্ডাস্ট্রি প্রতিটি ভারতীয়দের বিশেষ করে আমার মতো বাইরের মানুষের জন্য, যাদের বাবা-মায়ের অভিনয় প্রশিক্ষণ দেওয়ার কোনো সামর্থ নেই।
কিছুদিন আগে ‘রেঙ্গুন’-এর প্রচারণার জন্য করণের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’-এর অতিথি হয়ে গিয়েছিলেন কঙ্গনা রনৌত ও সাইফ আলি খান। সেখানে ‘মাই নেম ইজ খান’খ্যাত এই প্রযোজককে ‘মুভি মাফিয়া’ ও ‘বলিউডে স্বজনপ্রীতির পতাকা বাহক’ বলে উল্লেখ করেছিলেন কঙ্গনা।
কিন্তু এতোদিন এর উত্তরে কিছু না বললেও অবশেষে জবাব দিয়েছেন করণ। সম্প্রতি একটি অনুষ্ঠানে এ প্রসঙ্গে করণকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “তিনি (কঙ্গনা) আমার অতিথি ছিলেন এবং যা বলেছেন তা আমার শুনতে হয়েছে। যখন তিনি বলেছেন, ‘বলিউডে স্বজনপ্রীতির পতাকা বাহক’, আমি বলতে চেয়েছিলাম, আমি কি আমার ছেলে, মেয়ে, ভাগ্নে-ভাগ্নি অথবা আত্মীয়দের নিয়ে কাজ করছি? এ ছাড়া তিনি আমাকে ‘মুভি মাফিয়া’ বলে বোঝাতে চেয়েছেন? আমরা তাকে কোনো কাজ দেই না বলেই কি তিনি এটি বোঝাতে চেয়েছেন? আমরা কাকে নিয়ে কাজ করবো সেটি আমাদের একান্তই নিজস্ব ব্যাপার। আমার পছন্দ হয় না বলেই হয়তো তাকে নিয়ে আমি কোনো কাজ করি না। ”
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
বিএসকে/এসও