রোববার (১২ মার্চ) রাত ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।
গুলশানের ইউনাইটেড হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মাসুদুজ্জামান। ক’দিন ধরে কৃত্রিম শ্বাস (লাইফ সাপোর্ট) দিয়ে রাখা হয়েছিলো তাকে।
শাকিলার বর্ণাঢ্য সংগীত জীবনে বাবা মাসুদুজ্জামানের অবদান অনেক। পিতৃশোকে কাতর এই গায়িকা। পারিবারিক সূত্র জানায়, সোমবার (১৩ মার্চ) বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে মাসুদুজ্জামানের নামাজে জানাজা হবে। এরপর তার লাশ সমাহিত করা হবে বনানী কবরস্থানে।
মাসুদুজ্জামান ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অন্য দুই মেয়ে হলেন প্রীতি ও মন্দিরা।
ভারতীয় কবি ও ব্যবসায়ী রবি শর্মাকে বিয়ের পর শাকিলা জাফর নিজের নাম পরিবর্তন করে রাখেন শাকিলা শর্মা। এরপর আবারও পরিবর্তন আনেন নামে, শাকিলা স্মৃতি হিসেবেও পরিচিতি পাচ্ছে তার নাম।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসও