ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

একইদিনে তিন ছবির মুক্তি

মুখোমুখি মিলন-বাপ্পি, মাঝখানে রেসি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
মুখোমুখি মিলন-বাপ্পি, মাঝখানে রেসি মিলন, রেসি ও বাপ্পি (ছবি: সংগৃহীত)

শুক্রবার মানেই নতুন চলচ্চিত্রের মুক্তির দিন— দেশের দর্শক এভাবেই অভ্যস্ত। চলচ্চিত্রের সোনালি দিনগুলোতে থেকেই চলছে এই রীতি। মুক্তির মিছিলে ছবির সংখ্যা বেশি থাকলে একইদিনে দুই বা ততোধিক ছবি মুক্তি ঘোষণা করা হয়। দীর্ঘদিন পর আসছে সপ্তাহে তিনটি ছবি আলোর মুখ দেখবে। 

স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (২৪ মার্চ) ছবিগুলো দেশজুড়ে মুক্তি পাবে। এগুলো হলো, বাপ্পি ও আঁচলের ‘সুলতানা বিবিয়ানা’,  মিলন-শায়লা সাবি-বিপাশার ‘ক্রাইমরোড’ ও  রেসির ‘শূন্য’।

একই দিনে মুক্তির কারণে দুই নায়ক মিলন ও বাপ্পির মধ্যে প্রতিযোগিতা যেমন থাকছে, রেসিকেও প্রমাণ করতে হবে নিজেকে। তাকে পড়তে হচ্ছে নতুন চ্যালেঞ্জে। কারণ ‘শুন্য’র মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন  ‘নীল আঁচল’-এর এই চিত্রনায়িকা। তার সঙ্গে আছেন ওমর সানী।  

এদিকে ‘সুলতানা বিবিয়ানা’ ও ‘শুন্য’র মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে হিমেল আশরাফ ও বন্ধন বিশ্বাসের। ‘ক্রাইম রোড’ পরিচালনা করেছেন সায়মন তারেক।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।