বিকেল সাড়ে পাঁচটায় নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ উৎসবের উদ্বোধন করবেন।
রাজশাহী চলচ্চিত্র সংসদ আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।
এতে দেশ-বিদেশের ৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
রাজশাহী চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক আবদুল জাবীদ অপু বাংলানিউজকে জানান, মহানগরীর উন্মুক্ত লালন মঞ্চ ও বড়কুঠি মুক্তমঞ্চে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ চলচ্চিত্র উৎসব চলবে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।
২১ মার্চ বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেন্যুতে উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে। প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক এতে প্রধান অতিথি থাকবেন। উৎসবে জনপ্রিয় চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে বলেও জানান চলচ্চিত্র সংসদের এ নেতা।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এসএস/জেডএস