মিসৌরি পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে রোববার (১৯ মার্চ) জানা যায়। স্থানীয় সময় শনিবার বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।
চাক বেরি শুধু কণ্ঠ শিল্পী নন, একাধারে সুরকার, গীতিকার ও গিটার বাদক। তিনি ১৯২৬ সালের ১৮ অক্টোবর মিসৌরি রাজ্যের সেইন্ট লুইসে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত সংগীত অনুরাগী ছিলেন।
৭০ বছরের ক্যারিয়ারে চাক বেরি শেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে ভ্রাতৃত্বে বন্ধন তৈরিতে নিরবধি সূর ও গান বিলিয়েছেন। কর্মের স্বীকৃতি হিসেবে ১৯৮৪ সালে তিনি আজীবন সম্মাননা হিসেবে গ্র্যামি পুরস্কার লাভ করেছেন।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
টিআই