ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জনপ্রিয় কণ্ঠশিল্পী চ‍াক বেরির মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
জনপ্রিয় কণ্ঠশিল্পী চ‍াক বেরির মৃত্যু চাক বেরি, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ‘রক অ্যান্ড রোল’ ঘরনার কিংবদন্তি তুল্য জনপ্রিয় কণ্ঠশিল্পী চার্লস এডওয়ার্ড অ্যান্ডার্সন বেরি ওরফে চাক বেরি’র মৃত্যু হয়েছে। দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে বার্ধক্যজনিত কারণে ৯০ বছর বয়সে তার জীবনাবাসন ঘটে।

মিসৌরি পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে রোববার (১৯ মার্চ) জানা যায়। স্থানীয় সময় শনিবার বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।

চাক বেরি শুধু কণ্ঠ শিল্পী নন, একাধারে সুরকার, গীতিকার ও গিটার বাদক। তিনি ১৯২৬ সালের ১৮ অক্টোবর মিসৌরি রাজ্যের সেইন্ট লুইসে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত সংগীত অনুরাগী ছিলেন।

৭০ বছরের ক্যারিয়ারে চাক বেরি শেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে ভ্রাতৃত্বে বন্ধন তৈরিতে নিরবধি সূর ও গান বিলিয়েছেন। কর্মের স্বীকৃতি হিসেবে ১৯৮৪ সালে তিনি আজীবন সম্মাননা হিসেবে গ্র্যামি পুরস্কার লাভ করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।