রাজশাহী ফিল্ম সোসাইটির আয়োজনে মঙ্গলবার (২১ মার্চ) শেষ হচ্ছে পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব। উৎসবে সহযোগিতা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠান হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন মিলনায়তনে। এদিন উৎসবে বিজয়ী চলচ্চিত্রকারদে শুভেচ্ছা ও পুরস্কার দেওয়া হবে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি ও নির্মাতা আহসান কবীর লিটন। প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন, চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র শিক্ষক রাজীবুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ও নির্মাতা ড. সাজ্জাদ বকুল।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির সহ-সভাপতি নাজমুল ইসলাম জানান, উৎসবে বাংলাদেশ, ভারতসহ ১৫ টি দেশের ৭০ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। তিনটি উম্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ২০ মার্চ ‘চলচ্চিত্রে গল্প বলা’ নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সাংবাদিক শিবলী নোমান।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসও