আসিফ আকবর (ছবি: সংগৃহীত)
“২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণা করা হয়েছে। আমার জন্ম হয়েছে ১৯৭২ সালের ২৫শে মার্চ। গত চুয়াল্লিশ বছর সুখ-দুঃখ-আনন্দ-বেদনার মধ্যে নানাভাবে আমার জন্মদিন পালিত হয়েছে।…আমার ফ্যানদের কাছে বিনীত অনুরোধ রইলো, গণহত্যা দিবসের প্রতি সম্মান জানিয়ে শুধু এবারই নয়, আর কখনোই আমার জন্মদিন পালন করা থেকে বিরত থাকুন…”
এই ভাষ্য জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের। সম্প্রতি ফেসবুকে এমন ঘোষণা দিয়েছেন তিনি।
আসিফের দেশপ্রেম ও সময়োপযোগী সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন অনেকে। ভক্তরাও এ কারণে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় শিল্পীকে।
সামাজিক যোগাযোগ রক্ষার মাধ্যমে ফেসবুকে আসিফ বেশ সক্রিয়। সংগীতের ‘যুবরাজ’খ্যাত এই গায়ক প্রায়ই সাহসী ও যুক্তিপূর্ণ লেখা পোস্ট করে থাকেন। সম্প্রতি তার গাওয়া ‘আগুন’ গানের ভিডিওটি আলোচনায় এসেছে।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।