বলা হচ্ছে শুক্রবারে (২৪ মার্চ) সন্ধ্যার কথা। ‘বাংলাফ্লিক্স প্রেজেন্টস সাউন্ড অব সাইলেন্স’ নামে নিজের প্রথম একক গিটার শোর স্বপ্ন পূরণ হলো বাচ্চুর।
সাড়ে ছয়টার পরপর দেখা দিলেন বাচ্চু। গ্যালারি থেকে ভেসে আসতে লাগলো 'লাভ ইউ বস' রব। জবাবে তিনিও বললেন 'লাভ ইউ'। চারজন সাথী নিয়ে জনপ্রিয় এই গায়ক শুরু করলেন প্রথম পরিবেশনা। শুরুতেই মাত...! প্রায় দশ মিনিট রক সুরে মুগ্ধ করলেন ভক্তদের। বাচ্চুর গিটারের ঝড় চলবে দুই ঘণ্টা। এক সময় যার গিটার কেনার টাকা ছিলো না। এখন তার বাদন শোনার জন্য এতে আগ্রহ চারদিকে। এখানেই বাচ্চুর সাফল্য। এটাই গিটারের জয়।
আইয়ুব বাচ্চু আগেই জানিয়েছিলেন দেশের ছয়টি শহরে একইভাবে গিটার শোনাবেন তিনি। আজকের আয়োজন সফল হতে যাচ্ছে বলে মনে করেন আয়োজকরা। আইয়ুর বাচ্চুর ‘বাংলাফ্লিক্স প্রেজেন্টস সাউন্ড অব সাইলেন্স’ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই, বাংলাদেশ প্রতিদিন ও রেডিও টুডে। আর কনসার্ট পার্টনার বাংলা ঢোল। আইয়ুব বাচ্চুর এই পরিবেশনা লাইভ দেখা যাচ্ছে বাংলা ঢোল ও বাংলাফ্লিক্স এর ফেসবুক পেজে।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এসও/এসএইচ