এ দিনে নির্মাতা সোহানুর রহমান সোহান দুই নবাগতকে নিয়ে শুরু করেছিলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির কাজ। কে জানতো সেই দু’জনই হবেন সুপারস্টার।
২৫ মার্চ দিনটিতে মৌসুমীর নবজন্ম। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী ব্যক্তিজীবনেও অনুসরণীয়। দুই সন্তান নিয়ে ওমর সানীর সঙ্গে তার সুখের সংসার। সে খবরও পাঠকের জানা। সহধর্মিনীকে নিয়ে সানীরও গর্বের শেষ নেই। বিশেষ এই দিনটিতে মৌসুমীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি এই নায়ক।
‘আমি ধন্যবাদ দিতে চাই, আমার শশুর-শাশুরি, সোহানুর রহমান সোহান, সুকুমার দাদা (এমপি), মুশফিকুর রহমান গুলজার এবং সিরাজ ভাইকে। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, প্রিয়দর্শিনী মহারানি মৌসুমীকে চলচ্চিত্রে আনার জন্য। চলচ্চিত্রে চব্বিশ বছর হলো তোমার, মৌসুমী। আমি আরও কৃতজ্ঞ দর্শকদের কাছে। দোয়া করি হাজার বছর বেঁচে থাকো বাঙালির মানসপটে’— মৌসুমীর জন্য এমন কথাই ফেসবুকে লিখেছেন ওমর সানী।
এদিকে মৌসুমীও কৃতজ্ঞতা জানিয়েছেন ভক্তদের। চলচ্চিত্রে প্রিয় মানুষের অবদানের কথা তিনি মনে রেখেছেন। তাই তো আরও বেশি সুন্দর কাজের প্রতিশ্রুতি নিয়ে পথ চলছেন ‘সুন্দর মুখের সুন্দর মনের মানুষ’ মৌসুমী।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এসও