ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মেয়ে দত্তক নিলেন সানি-ড্যানিয়েল দম্পতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
মেয়ে দত্তক নিলেন সানি-ড্যানিয়েল দম্পতি ছবি: সংগৃহীত

‘আমার জীবনে এখন অনেক কিছু ঘটছে, এ মুহূর্তে গর্ভে বাচ্চা ধারণ করা কঠিন। কিন্তু কে জানে, একদিন হয়তো হঠাৎ বাচ্চা কোলে নিয়ে হাজির হবো। সবাই চমকে যাবে এবং বলবে, বাচ্চা এলো কোথা থেকে!’ সম্প্রতি টেলিভিশন রিয়্যালেটি শো ‘স্প্লিটসভিলা’-এর দশম মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন।

চমকপ্রদ তথ্য হলো- নতুন অতিথিকে স্বাগত জানালেন সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার দম্পতি। মহারাষ্ট্রের লাতুর থেকে নিশা নামের একটি কন্যা শিশুকে দত্তক নিয়েছেন তারা।

এ প্রসঙ্গে ‘রইস’খ্যাত এই তারকা বলেন, ‘বর্তমানে সবকিছু একেবারে নতুন কারণ মাত্র কয়েকদিন হয়েছে। আমরা যখন নিশার ছবিটি হাতে পাই আমি খুবই উচ্ছ্বসিত, খুশি, আবেগাপ্লুত ছিলাম এবং আমার নানা অনুভূতি হচ্ছিলো। সবকিছু ঠিকঠাক করতে আমরা মাত্র তিন সপ্তাহ সময় পেয়েছি। সাধারণত মানুষ প্রস্তুত হতে নয় মাস সময় পান। ’  

অন্যদিকে ড্যানিয়েল ওয়েবার বলেন, ‘আমাদের জীবনটা সবসময় একটু অন্য রকম। নয় মাস বলতে আমাদের কিছু নেই। আমার ক্ষেত্রে, দত্তক নেওয়ার জন্য দুই বছর ধরে বেশ কিছু কাগজের কাজ এবং একদিন সবকিছু ঠিকঠাক। আপনি একটি ই-মেইল পাবেন যে, আপনাদের পছন্দ মতো বাচ্চা পাওয়া গেছে। সুতরাং, এটি একটু অন্যরকম। ’

সন্তান নিজের হোক অথবা দত্তক নেওয়া এটি সানির কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় বলে জানান তিনি। এ প্রসঙ্গে সানির ভাষ্য, ‘আমি অন্যদের ব্যাপারে বলতে পারবো না, কিন্তু আমাদের ক্ষেত্রে এক মুহূর্তের জন্যও মনে হয়নি এটা আমাদের সন্তান নয়। আমাদের কাছে পরিবার শুরু করাই একটি বিষয় ছিলো। আর ব্যস্ত শিডিউলের কারণে গর্ভধারণ করে সন্তান নেওয়া সম্ভব নয়। তাই আমরা সন্তান দত্তক নেওয়ার কথা ভেবেছিলাম। ’

মেয়ের নাম রাখার বিষয়ে এ অভিনেত্রী বলেন, ‘তার নাম আমাদের খুবই পছন্দ। তার পুরো নাম নিশা কর ওয়েবার। যেহেতু আমি পাঞ্জাবি এজন্য কর। কারণ আমার আসল নাম করণজিৎ কর। আমি সবসময় চিন্তা করে এসেছি নাম যেটাই হোক না কেন মাঝের নাম সব সময় সিং অথবা কর হবে। আমি নিশা নামের অর্থ খুঁজে দেখি যে, এটি একটি হিন্দু দেবীর নাম। ’

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।