ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আতিফের প্রথম বাংলা গান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
আতিফের প্রথম বাংলা গান (ভিডিও) ছবি: সংগৃহীত

‘তেরে সাং ইয়ারা’, ‘কুছ ইস তারহা’, ‘তু জানে না’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘জিনা জিনা’, ‘তেরা হোনে লাগা হু’, ‘পিয়া ও রে পিয়া’ ‘ও লামহে’ ‘বে ইনতেহা’র মতো গান ভক্তদের উপহার দিয়েছেন আতিফ আসলাম। চমকপ্রদ তথ্য হলো- হিন্দির ও উর্দূর পাশাপাশি এবার বাংলা গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় এই সংগীতশিল্পী। এটি আতিফের প্রথম বাংলা গান।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘ককপিট’ ছবির ‘মিঠে আলো’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন আতিফ। ইতিমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটির ভিডিও।

প্রথমবার বাংলা গান গাওয়া প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন আতিফ। যেখানে তিনি জানান, “মিঠে আলো’ গানটি আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিলো। কারণ এটি হিন্দি বা উর্দূ নয়, বাংলা একটি গান। তবে খুব আনন্দ নিয়ে কাজটি করেছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। ”

‘ককপিট’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব। এতে তার বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্র ও কোয়েল মল্লিককে।

‘মিঠে আলো’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।