ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদের নাটকে নেই তাহসান, চাঁদরাতে চমক

সোমেশ্বর অলি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
ঈদের নাটকে নেই তাহসান, চাঁদরাতে চমক তাহসান খান, ছবি: সংগৃহীত

ভক্তদের জন্য দুঃসংবাদই বটে। ঈদুল আযহার কোনো নাটকে থাকছেন না তাহসান। গত ঈদেও তার নাটক-স্বল্পদৈর্ঘ্য ছবি-মিউজিক ভিডিও সবই ছিলো। কেন এমন হলো এবার? বাংলানিউজকে জানিয়েছেন সে কথা।

তাহসানের ব্যক্তিগত নম্বরটি কিছুদিন ধরে বন্ধ। ২৯ আগস্ট সন্ধ্যায় ফেসবুক মেসেঞ্জারে আলাপে তিনি জানান, নাটকে অভিনয় না করলেও চাঁদরাতে (১ সেপ্টেম্বর) চমক নিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন তাহসান।

নিজের সপ্তম একক অ্যালবাম ‘অভিমান আমার’ সুন্দরভাবে প্রকাশ করার জন্য নাটকে সাময়িক বিরতি নিয়েছেন। জিপি মিউজিক থেকে প্রকাশ হচ্ছে এটি। চাঁদরাতে বের হবে শিরোনাম গানের মিউজিক ভিডিও। বড় পরিসরে তৈরি করা হয়েছে এটি।  

ছবি: সংগৃহীততাহসান জানান, প্রেক্ষাগৃহের শাহরিয়ার পলক তৈরি করেছেন ‘অভিমান আমার’-এর ভিডিও। গতানুগতিক ধারার বাইরে গিয়ে কাজটি করার জন্য তারা বেশ সময় নিয়েছেন। সব মিলিয়ে খুশি তাহসান। এদিকে অ্যালবামের প্রচারে জিপি মিউজিক অনলাইনে প্রকাশ করছে ‘তাহসান হয়ে ওঠার গল্প’ শিরোনামে পৃথক ভিডিও। এতে থাকছে তাহসানের গল্প, তাকে নিয়ে ভক্তদের প্রত্যাশার কথা।  

মিউজিক ভিডিওর ব্যাপারে পলক বাংলানিউজকে বললেন, ‘সাউথ এশিয়ান মিউজিক ভিডিওর কনসেপ্ট থেকে বের হয়ে আলাদা কিছু করার চেষ্টা করেছি আমরা। সত্যি বলতে, হলিউডের টাচ পাবেন দর্শক। চার ধরনের মুড, চারটি গল্প থাকছে। বিভিন্ন বয়সের চার জোড়া মডেল উপস্থাপন করেছি এখানে। ’

নির্মাতা শাহরিয়ার পলক (ছবি: সংগৃহীত)পলক আরও জানান, একবার দেখে অনেকে মিউজিক ভিডিওটি নাও বুঝতে পারেন। এটি বেশ বিমূর্ত ঘরানার কাজ। তাহসান এখানে ঠোঁট মিলিয়েছেন। মডেলদের মধ্যে আছেন সাদিকা স্বর্ণা, স্মরণ রহমান, সালাউদ্দিন চৌধুরী, সেঁজুতি জলিল, সারাহ ফারহানা, আহমেদ গোলাম দস্তগীর শান, তাহসিন আভা ও যারিফ আহমেদ প্রমুখ।        

‘অভিমান আমার’ উন্মুক্ত করা হবে গ্রামীণফোনের ভিডিও দেখার প্ল্যাটফর্ম বায়স্কোপ-এ। নিজের লেখা, সুর ও সংগীতে প্রকাশ হচ্ছে তাহসানের ‘অভিমান আমার’।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।