ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কেমন হবে ‘খাঁচা’? (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
কেমন হবে ‘খাঁচা’? (ভিডিও) চলচ্চিত্র ‘খাঁচা’ (ছবি: সংগৃহীত)

দু’দিন পর (২২ সেপ্টেম্বর) দেশজুড়ে মুক্তি। ১৯৪৭ সালের দেশভাগের গল্পের ওপর বানানো সরকারি অনুদানের ছবিটি কেমন হবে? এরই ধারনা পাওয়া গেলো টিজারে। জয়া আহসান-আজাদ আবুল কালাম জুটির ‘খাঁচা’ তৈরি করেছেন আকরাম খান।

২০১১-১২ সালে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটি নির্মাণে দীর্ঘসূত্রিতা তৈরি হলেও অবশেষে আলোর মুখ দেখছে এটি। কাহিনিতে দেখা যাবে, অম্বুজাক্ষের (আজাদ আবুল কালাম) পরিবার বসতভিটা বিক্রি করে দিয়ে ভারতে চলে যেতে চায়।

ভারত থেকে আসা মুসলিম পরিবারগুলো অম্বুজাক্ষদের বাড়ি কিনতে এসে ফিরে যায়। অম্বুজাক্ষ স্বপ্ন দেখে, ভারতে গেলে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে। সরোজিনী (জয়া আহসান) নানা প্রতিকূলতার মধ্যেও আগলে রাখে অম্বুজাক্ষের সংসার। দিনবদলের স্বপ্ন তার চোখে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প থেকে নির্মিত ‘খাঁচা’য় আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আতাউর রহমান, কায়েস চৌধুরী, রাণী সরকার, শাহেদ আলী, শিশুশিল্পী পিদিম প্রমুখ। ছবিটিতে ব্যবহৃত দুটি গান ব্যবহার করা হয়েছে। কণ্ঠ দিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগরিকা জাহান।

** ‘খাঁচা’র টিজার:

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।