ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিশেষ টেলিছবি ‘ভূতের নাম একা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
বিশেষ টেলিছবি ‘ভূতের নাম একা’ বিশেষ টেলিছবি ‘ভূতের নাম একা’

শত বছরের ভূতুড়ে জমিদার বাড়ি। রুচিতার আত্মাহুতির পর তারই পায়ের ঝুমুরের শব্দ, নাচ ও উপস্থিতি এখানে সেখানে। ভূত-রহস্য উম্মোচন করতে চায় ব্যাচেলর প্রিয় খান। কিন্তু শাহআলম নামের চিফ কেয়ারটেকার এসব ধাঁধা মেলাতে নারাজ।

ভূত-রহস্যের এমন গল্প নিয়ে তৈরি হয়েছে বিশেষ টেলিছবি ‘ভূতের নাম একা’। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাজু খাদেম, সুবর্ণ কাজল, সাবেরী আলম, আল মামুন, কাজী উজ্জ্বল, অভি,  ফেরদৌস তমাল, বিনয় বনিক, শিশির, কল্লোল, আমিন আজাদ প্রমুখ।

 

মইনুল খানের সার্বিক তত্ত্বাবধান ও রচনায় ‘ভূতের নাম একা’র চিত্রনাট্য তৈরি করেছেন জিনাত হাকিম, পরিচালনা করেছেন আজিজুল হাকিম। ‘হ্যালোউইন ডে’ (৩১ অক্টোবর) উপলক্ষে সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে বিশেষ টেলিছবি চ্যানেল আইতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।