ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘লোকাল বাস’-এ কোটি যাত্রী, উচ্ছ্বসিত মমতাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
‘লোকাল বাস’-এ কোটি যাত্রী, উচ্ছ্বসিত মমতাজ মমতাজ, ছবি: বাংলানিউজ

‘এটা নিঃসন্দেহে ভালো খবর যে, অফিসিয়ালি আমার একটা গান ইউটিউবে কোটিবার দেখা হয়েছে। আমি সব সময় নতুনদের সঙ্গে কাজ করতে আগ্রহী। এরই সুফল পাচ্ছি। এখন তো ডিজিটাল যুগ, গানেও সেই মাত্রা যোগ হয়েছে।’

বুধবার (২৫ অক্টোবর) সকালে বাংলানিউজের সঙ্গে আলাপে ফোকসম্রাজ্ঞী মমতাজ এসব কথা বলেছেন। জানালেন, কিছুদিন ধরে বেছে বেছে কাজ করছেন তিনি।

অডিওতে তার গাওয়া ‘লোকাল বাস’ কোটিবার দেখার গৌরব অর্জন করলো। অন্যদিকে ‘ভালো মানের গান’ হিসেবে ‘ভয়ংকর সুন্দর’ (ফিরবো না আর ঘরে) আর ‘সত্তা’ ছবির (না জানি কোন অপরাধে) দুটি গানকেও এগিয়ে রাখছেন তিনি।

গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘লোকাল বাস’ প্রকাশ হয় ২০১৬ সালের ২ সেপ্টেম্বর। যৌথভাবে এর কথা লিখেছেন লুৎফর হাসান ও গোলাম রাব্বানী। সুরারোপও করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজনে ছিলেন প্রীতম হাসান। র‌্যাপ গেয়েছেন শাফায়াত হোসেন।

‘লোকাল বাস’-এর ভিডিও নির্মাণ করেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন অদিত রহমান, সৌমিক আহমেদ, মুমতাহিনা চৌধুরী টয়া, সাফায়েত হোসাইন, প্রীতম হাসানসহ অনেকে।  

* ‘লোকাল বাস’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।