ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জিরো বাজেটের ছবির জয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
জিরো বাজেটের ছবির জয় ‘ইন্টেরিয়র্স অ্যান্ড এক্সটেরিয়র্স’-এর দৃশ্য

জিরো-বাজেটে মোবাইল ফোনে তৈরি করা হয়েছিলো ‘ইন্টেরিয়র্স অ্যান্ড এক্সটেরিয়র্স’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবি। মধ্য ও পূর্ব ইউরোপের সৃজনশীল ডকুমেন্টরির সর্ববৃহৎ উৎসব থেকে পুরস্কার নিয়ে এলো বাংলাদেশি ছবিটি।

চেক রিপাবলিকে অনুষ্ঠিত জিলাভা ইন্টারন্যাশনাল ডকুমেন্টরি ফিল্ম ফেস্টিভ্যালে আশিক মোস্তফার ‘ইন্টেরিয়র্স অ্যান্ড এক্সটেরিয়র্স’ শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টরি ফিল্ম হিসেবে ‘ক্রাটকা রাডস্ট (শর্ট জয়)’ পুরস্কার জিতেছে।  
  
ঢাকা শহরের প্রতিদিনের দেখা সাধারণ দৃশ্যের সূক্ষ্ম ও ব্যঞ্জণাময় উপস্থাপন রয়েছে এই ছবিতে।

একটি মাত্র শটে নেওয়া ৮ মিনিটের এই চলচ্চিত্রটি যেন একটি চলমান স্থিরচিত্র, যেখানে একই ফ্রেমে প্রতিফলিত হয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক ধর্মচর্চা ও শ্রেণিবৈষম্যের ভিতর-বাহিরের একটি চিত্র।   

খনা টকিজের সহ প্রতিষ্ঠাতা আশিক মোস্তফা নিউইয়র্কের স্কুল অব ভিজ্যুয়াল আর্টস  থেকে চলচ্চিত্র নির্মাণে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তখন গ্রাজ্যুয়েশন ফিল্ম হিসেবে তিনি ‘ফুলকুমার’ তৈরি করেন। এই নির্মাতা ‘ইনভেডিং প্রাইভেসি’ আরেকটি পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টরি ছবির সম্পাদনার কাজ করছেন।  খনা টকিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।