ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘পদ্মাবতীর’র জন্য ১৬০ কোটি রুপির বীমা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
‘পদ্মাবতীর’র জন্য ১৬০ কোটি রুপির বীমা! ‘পদ্মাবতী’ ছবির দৃশ্যে দীপিকা পাড়ুকোন

কখনও কর্ণি সেনার তাণ্ডব, কখনও সেটে আগুন আবার কখনও বা রঙ্গোলি নষ্ট। শুরু থেকেই এমন নানা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে ‘পদ্মাবতী’। এমনকি ছবি মুক্তিতে স্থগিতাদেশ পর্যন্ত দাবি করেছিলো বিজেপি। তারপরও পিছপা হননি পরিচালক সঞ্জয়লীলা বানশালি।

তবে ভয় হয়তো এখনও মন থেকে যায়নি পরিচালকের। তাই ‘পদ্মাবতী’র বিষয়বস্তু নিয়ে ক্ষুব্ধ উগ্রবাদী গোষ্ঠীর সহিংসতার কথা মাথায় রেখে বীমা করার সিদ্ধান্ত নিয়েছেন এ ছবির সংশ্লিষ্টরা।

‘পদ্মাবতী’ ছবির দৃশ্যে দীপিকা পাড়ুকোনজানা গেছে, ‘পদ্মাবতী’র বীমার পরিমাণ ছাড়াবে ১৬০ কোটি রুপি। কারণ এখনও এর পরিবেশনার খরচ ঘোষণা করা হয়নি।

ভারতের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা সুমন্ত সালিয়ান বলেছেন, ‘দাঙ্গা, ধর্মঘট কিংবা এ ধরনের কর্মকাণ্ডের ক্ষতির কারণে টিকিটের রাজস্ব হ্রাস পেলে তা উতরে যাওয়া সম্ভব হবে এমন একটি পলিসি রাখা হয়েছে। ’

‘পদ্মাবতী’ ছবির দৃশ্যে দীপিকা পাড়ুকোনএবারই প্রথম নয়, সঞ্জয়ের আগের দুই ছবি ‘রামলীলা’ ও ‘বাজিরাও মাস্তানি’ মুক্তির সময়ও প্রথম দিনে বিক্ষোভ হয়েছিলো। পরে অবশ্য তা মিটে যায়। এবারও তেমন হবে বলে আশঙ্কা করছেন ছবির হলমালিকরা।

সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’তে দেখা যাবে শহিদ কাপুর, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে। ১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।