ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জন্মদিনে এবারও ‘হুমায়ুন মেলা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
জন্মদিনে এবারও ‘হুমায়ুন মেলা’ ছবি: সংগৃহীত

নন্দিত লেখক-নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে  প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হুমায়ুন মেলা’। ১৩ নভেম্বর সকালে উদ্বোধন হয়ে দিনব্যাপী চলবে এই মেলা। 

কী কী থাকছে এবারের মেলায়? এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে ‘হুমায়ুন মেলা’র আয়োজক চ্যানেল আই। ১১ নভেম্বর দুপুর ১২টায় প্রতিষ্ঠানটির ভবনে হবে সংবাদ সম্মেলন।

এতে উপস্থিত থাকবেন হুমায়ুন আহমেদের পরিবারের সদস্য ও সংস্কৃতি অঙ্গনের কয়েকজন তারকা।  

গল্প, উপন্যাস লেখার পাশাপাশি নাটক-চলচ্চিত্রের জন্য বেশ কিছু চিত্রনাট্য লিখেছিলেন হুমায়ুন। নিজের চিত্রনাট্যে পরিচালনা করেছিলেন নয়টি চলচ্চিত্র ও বেশ কিছু নাটক। নিজের ছবির জন্য নিজেই লিখেছিলেন গান। বিনোদনের এতো সব মাধ্যমে দাপটের সঙ্গে কয়েক দশক বিচরন করেন নেত্রকোণার এই কৃতিসন্তান। কিন্তু ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারের কাছে নত হতে হলো তাকে। চিরতরে হারিয়ে গেলেন এই কিংবদন্তি।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।