ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সালমানের পথ ধরে ক্ষতিপূরণ দিচ্ছেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
সালমানের পথ ধরে ক্ষতিপূরণ দিচ্ছেন শাহরুখ শাহরুখ খান ও সালমান খান (ছবি: সংগৃহীত)

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। ১৯৮০ সালে টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রেখেছেন তিনি। পরে ১৯৯২ সালে ‘দিওয়ানা’র মাধ্যমে বলিউড অভিষেক হয় তার। এরপর তাকে দেখা যায়- ‘ডর’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ডুপলিকেট’, ‘বাজিগর’, ‘মোহাব্বাতে’, ‘জাব তাক হ্যায় জান’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘রব নে বানাদি জোড়ি’, ‘ওম শান্তি ওম’-এর মতো ব্লকবাস্টার ছবিগুলোতে।

সর্বশেষ ইমতিয়াজ আলি পরিচালিত ‘জাব হ্যারি মেট সেজাল’ ছবিতে অভিনয় করেছেন কিং খান। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

তবে বক্স অফিসে সফলতার মুখ দেখেনি ছবিটি।

এদিকে, সাফল্যের ফল পেলে, ব্যর্থতার দায়ও তো নিতে হয়। তাই এবার বন্ধু সালমান খানের দেখানো পথে হাঁটলেন বলিউড বাদশা। ‘জাব হ্যারি মেট সেজাল’-এর ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিলেন শাহরুখ। টাকা ফিরিয়ে দিয়েছেন নির্মাতাদের।

শাহরুখ খানের ছবি মানেই শত কোটি রুপির ব্যবসা এমনটাই মনে করে থাকেন নির্মাতারা। কিন্তু সেখানে মাত্র ৬৪ লাখ ৩৩ কোটি রুপি আয় করেছে ‘জাব হ্যারি মেট সেজাল’।

এদিকে, শুধু ছবির প্রধান অভিনেতা নন, এর প্রযোজকও ছিলেন শাহরুখ। স্ত্রী গৌরী খানের নামে ছবিটি প্রযোজনা করেছিলেন তিনি। তাই এর ব্যর্থতার দায় নিলেন বলিউডের এই সুপারস্টার। জানা গেছে- নির্মাতাদের ৩০ শতাংশ রুপি ফিরিয়ে দিয়েছেন তিনি।

কিছুদিন আগে একই পরিস্থিতির সম্মুখিন হয়েছিলেন শাহরুখের বন্ধু সালমান খান। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিলো তার অভিনীত ‘টিউবলাইট’। সেই ব্যর্থতার দায় নিজের ঘাড়ে নিয়ে নির্মাতাদের ক্ষতিপূরণ দিয়েছিলেন সল্লু। প্রায় ৫০ থেকে ৫৫ কোটি রুপি নির্মাতাদের হাতে তুলে দিয়েছিলেন তিনি। এবার তেমনটাই করলেন শাহরুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।