ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২৩ বছর পর একসঙ্গে মাধুরী-রেনুকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
২৩ বছর পর একসঙ্গে মাধুরী-রেনুকা রেনুকা শাহানে ও মাধুরী দীক্ষিত (ছবি: সংগৃহীত)

হয়তো অসংখ্য ছবিতে অভিনয় করেননি বলিউড অভিনেত্রী রেনুকা শাহানে। কিন্তু ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে অভিনয়ের সুবাদে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। আজও ভক্তদের মনে জায়গা করে রয়েছেন তিনি।

শোনা যাচ্ছে- খুব শিগগিরই মারাঠি একটি ছবিতে দেখা যাবে রেনুকাকে। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন পরিচালক তেজাস বিজয় দেস্কার।

চমকপ্রদ তথ্য হলো- শুধু রেনুকা নয়, ছবিতে আরও দেখা যাবে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে। এর মধ্য দিয়ে ২৩ বছর পর আবার একসঙ্গে কাজ করবেন তারা। সর্বশেষ ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে দুই বোনের চরিত্রে দেখা গিয়েছিলো তাদের।

নতুন ছবিটি প্রসঙ্গে তেজাস জানান, ‘গত ৯ বছর ধরে ছবিটি নিয়ে কাজ করছি আমি।   ইতিমধ্যে ছবির চিত্রনাট্য পড়ে শুনিয়েছি। তারা এতে অভিনয়ের সম্মতি প্রকাশ করেছেন। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই শুরু হবে এর দৃশ্যধারণ। মুম্বাই ও পুণেতে হবে এর শ্যুটিং। ’

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।